ভৈরব বাজারের মুক্তার হোসেন নামে এক ব্যবসায়ী ছিনতাই হওয়া ৫লাখ টাকার মধ্যে ছিনতাইকৃত ৪ লাখ টাকা উদ্ধারসহ চার ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।
ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে ভৈরব থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানের অভিযান চালিয়ে চার ছিনতাইকারিকে আটক করে আটককৃতরা হলো সোহাগ মিয়া (৩৫), সাদির মিয়া (২০), মো: আরিয়ান মিয়া (১৯) ও সাব্বির মিয়াকে (২৪) আটক করেন। তাদের বাড়ি পৌর শহরের চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকায়।