নারায়ণগঞ্জ

টানা ৮ ঘন্টা পর বিআইডব্লিউটিএ’র অগ্নিকান্ড নিয়ন্ত্রনে

টানা ৮ ঘন্টা পর বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন নিয়ন্ত্রনে । আগুন নেভাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট কাজ করছে বলে। তারা জানায় ‘প্ল্যাস্টিক ও রাবারের মতো জিনিসপত্র থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে জানা যাবে।

প্রসঙ্গত, শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় খানপুরের বরফকলে বিআইডব্লিউটিএ’র গুদামের পাশে ৬ বছর আগে ঘটে যাওয়া অগ্নিকান্ডের ধ্বংসাবশেষে আগুন লাগে।

স্থানীয়ারা জানায়, হঠাৎ করেই ধোঁয়া দেখেই কতৃপক্ষকে জানানো হয়। এদিকে বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও, সেটি নেভানো সম্ভব হয়নি। উলটো আগুন আরও বেড়ে যায়। এরপর আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থালে আসেন।

ফায়ার সার্ভিস জানায়, রাবারের ড্রেজিং পাইপ থেকে আগুন লেগেছে। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close