জাতীয়নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন, কভারভ্যান পুড়ে ছাই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে একটি কভারভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মে) উপজেলার সাদিপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মদনপুর টু জয়দেবপুর মহাসড়কের ললাটি এলাকায় রাস্তার প্রশস্ত করার কাজ চলছিল। রাস্তা কাজ করার সময় ভ্যাকু মেশিন দিয়ে যখন মাটি কাটছিল তখন মাটির নিচে থাকা গ্যাস পাইপ তুলে ফেললে পাইপের লিকেজ দিয়ে গ্যাস নির্গামন শুরু হয়। এসময় মহাসড়কে জ্যামে আটকে পড়া একটি কভারভ্যান চালু করার সময় কভারভ্যানের ধুয়া গ্যাসের লিকেজে যাওয়ার সাথে সাথে কভারভ্যানে আগুন লেগে যায়। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কভারভ্যানে ছড়িয়ে পড়ে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাসিবুর রহমান দিপু জানান, শুনেছি গ্যাসের পাইপের রাইজার থেকে কভারভ্যানে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।