চট্টগ্রাম বিভাগনির্বাচনী হালচালরাজনীতি
ফেনীতে প্রচারে পোলিং অফিসার, ছবি ও ভিডিও ভাইরাল
নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ফেনী -৩ আসনের পোলিং অফিসার নয়ন মজুমদারের বিরুদ্ধে। তিনি নাঙ্গল প্রাথী মাসুদ চৌধুরীর নাঙ্গলের সমর্থনে আয়োজিত মহিলা সমাবেশে ভোট চেয়ে সমভা পরিচাণা করার একাধিক ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর থেকে তাঁকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। পোলিং অফিসারের এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা। নয়ন মজুমদার দাগনভূঞা পৌরসভার ষ্টোর কিপার পদে কর্মরত।
গত ২৫ডিসেম্বর পোলিং অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন নয়ন মজুমদার । এরপরও আচরণবিধি ভঙ্গ করে তিনি প্রচারণা করে যাচ্ছেন বলে লিখিত অভিযোগ করেছেন ফেনী- ৩ আসনের স্বতন্ত্র প্রাথী হাজি রহিম উল্যাহ।
হাজি রহিম উল্যাহ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘নয়ন মজুমদার রাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। নাঙ্গলের পক্ষে মহিলা সমাবেশ পরিচালনা ও মার্কার প্রচারণা করছেন প্রকাশ্যে।এত কিছুর পরেও প্রশাসন নিশ্চুপ কেন জানি না।’
তিনি অভিযোগ তার নির্বাচনী এলাকায় নাঙ্গল মার্কার প্রার্থীর সমর্থনে প্রকাশ্য সভা সমাবেশে বক্তব্যদানকারী ও গনসংযোগকারী এমন অসংখ্য সরকারী বেসরাকারী ব্যক্তিকে পোলিং এজেন্টে হিসাবে কেন্দ্রে কেন্দ্রে দায়িত্বে রয়েছেন। বিষয়টি কমিশনের নজরে এনেছেন তিনি।
এ প্রসঙ্গে নয়ন মজুমদারে কাছে জানতে চাইলে সে কোন ব্কব্য দিতে রাজি হয়নি।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, ‘নয়ন মজুমদার পোলিয় অফিসার হয়ে নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন—এমন অভিযোগ শুনেছি। অভিযোগ পেরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।