নির্বাচনী হালচালসিদ্ধিরগঞ্জ
প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মী নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক লিটন আহম্মেদের যোগদান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : প্রায় দেড় যুগ পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে সভাস্থলে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক মো: লিটন আহম্মেদ। দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে নৌকার পক্ষে শ্লোগান দিতে দিতে জনসভায় আসেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানারে, নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নৌকা পক্ষে স্লোগান দেয়। নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আশপাশ। দুপুরে ইসদাইর একেএম শামসুজ্জোহা কমপ্লেক্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের শেষ জনসভায় বক্তব্য রাখেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে থেকে একাধিক বাসযোগে নেতাকর্মীরা সমাবেশে গিয়ে যোগ দেন।
সমাবেশস্থলের সামনে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক মোঃ লিটন আহম্মেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে বিশাল শোডাউন করেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সহ-সভাপতি মো: সোহেল, যুগ্ম সম্পাদক মো: মাসুম, সাংগঠনিক সম্পাদক মো: আরিফ হোসেন, সদস্য মো: রাকিব, মো: আলম, মো: রুবেল, মো: আক্তার হোসেন, মো: শামীম, মো: সেলিম, মো: মিন্টু, মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: রাজা, নাসিক ২ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি ইসমাইল, নাসিক ৭ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো:খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইসমাইল, নাসিক ৮ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো: মিজানুর রহমান, নাসিক ১০ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি আক্তার হোসেনসহ তাঁতী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।