নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি
না’গঞ্জে শেখ হাসিনা’র নির্বাচনী জনসভায় আজমেরী ওসমান’র নির্দেশে কর্মীদের যোগদান
নিজস্ব সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শেষ নির্বাচনী জনসভা নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে। ও-ই নির্বাচনী জনসভাকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে উপস্থিত হয় অনুষ্ঠান স্থলে। তারই ধারাবাহিকতায় বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচনী জনসভা স্থলে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. নাসিম ওসমান’র পুত্র আজমেরী ওসমান’র কর্মী-সমর্থকবৃন্দ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমান’র কর্মী-সমর্থকবৃন্দ খন্ড খন্ড মিছিলে নিয়ে জড়ো হন। পরবর্তীতে আজমেরী ওসমান’র নির্দেশনায় বিশাল মিছিল নিয়ে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ও-ই নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মীবৃন্দ যোগদান করেন।
উক্ত সময় উপস্থিত ছিলেন- কাজী আমির, আব্দুল হামিদ প্রধান, আকতার নুর, রহমত উল্লাহ, হোসেন রেজা, আলম, নাসির হোসেন, মনির হোসেন ও সুমন সহ অন্যান্য নেতা-কর্মীরা।