খেলাধুলা

কদমতলী ৭নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

কদমতলি মধ্যপাড়ার যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।

নাসিকের ৭ নং ওয়ার্ড কদমতলি মধ্যপাড়ায় ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় যুব সমাজ।

আজ রোজ শনিবার ২৩ ডিসেম্বর জসিম হুজুরের বাড়ী সংলগ্ন বালুর মাঠে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ শামিম হোসেন, সাইফুল ইসলাম, হাজী মো:জহিরুল হক, মুন স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল হোসেন, খাজেম হোসেন, মফিজুল ইসলাম, জুয়েল হোসেন ও লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও পুরষ্কার বিতরণ করেন দৈনিক বজ্রধ্বনির সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ।

তিনি তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানান এবং সামনে এই রকম আরও অনুষ্ঠানের আয়োজন করতে সকলকে আহবান জানান। তিনি বলেন বর্তমান শিশু কিশোরদের খেলাধুলা ও কায়িক পরিশ্রমের দিকে উদবুদ্ধ করা সময়ে দাবি হয়ে দারিয়েছে। বর্তমানের শিশু কিশোররা মোবাইলের প্রতি মাত্রাতিরিক্ত আকৃষ্ট হয়ে পরেছে, যা ভবিষ্যতে সমাজের জন্য করুন পরিস্থিতি ডেকে আনবে।সময় থাকতে এসব থেকে নিজেদেরকে ও নিজেদের সমাজের সকলকে রক্ষা করা আবশ্যক দায়িত্ব হয়ে পরেছে।

উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, মো: রুবেল, তানভীরুল হক, আলি নাঈম, মাহিন, তানজিল, শুভ, ফয়সাল,পারভেজ, রেজাউল, শান্ত সহ স্থানীয় যুব সমাজের অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close