সারাদেশ

তাড়াইলে শাহ সেকান্দর রহ. মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি :

কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে শাহ্ সেকান্দর রহ. মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে (২ জুলাই) রোববার বিকালে ৩৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে বেফাক, তানযিম, ইত্তেহাদ ও আদ-দ্বীনিয়া বোর্ডে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।

শাহ্‌ সেকান্দর মদিনাতুল উলুম কওমি মাদরাসায় সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আলহাজ্ব সৈয়দ বশির আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন, ভৈরব জামিয়া ইসলামিয়া কমলপুরের মুহাদ্দিস মাওলানা ইসমাইল, সেকান্দরনগর জামিয়াতুস সুন্নাহর মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফখর উদ্দিন আহমাদ, তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক মাওলানা কাজী উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন আহমাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাশিম বিন জাহিদ ও লেখক মাওলানা বজলুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা পেশ করেন ধলা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জাপা নেতা সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, আল হারামাইনের এক্জিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সাব্বির আহমাদ, দিগদাইড় আতহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের পরিচালক মাওলানা ফজলুর রহমান, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ উসমান গণি, নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক, কলুমা ইকরা বাবুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু ইউসুফ, মজলিসপুর মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা নজরুল ইসলাম, ধলা ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জব্বার, জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোজতবা, মাদরাসাতুল আতহার দামিহা বাজারের মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান আলমগীর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close