অপরাধ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

রাফি তালুকদার:
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর হামলা চালিয়ে সাদ্দাম হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- ভৈরব থানা পুলিশের এএসআই নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনের মা ও দুই বোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গোছামারা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সাদ্দাম হোসেন একই এলাকার মিয়া হোসেন মিয়ার ছেলে। অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যান। হামলায় তিন পুলিশ সদস্যই আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ফেরার পথে স্বজনআ হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেয়। এ সময় ৩ পুলিশ সদস্যই আহত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসামির মা ও তার দুই বোনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close