চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে! হতাহতের সংখ্যা বিপদজনক ভাবে বাড়ছে! ফায়ার সার্ভিসের ০৬টি ইউনিট অগ্নিনির্বাপনের কাজ করছে।
৪ মার্চ ২০২৩ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে আছেন।
অক্সিজেন প্ল্যান্টের পাশের দোকান (ফারিয়া এন্টারপ্রাইজ) মালিক ইদ্রিস ব্যাপারী বলেন, ‘ওই অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে লোহা-লক্কড় উড়ে এসে পড়েছে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’