অপরাধসোনারগাঁও

বন্দরে লাঙ্গলবন্দের ললিত সাধুর আশ্রমে রমরমা মাদক ব্যবসায় চালাচ্ছে পাশা মনির

বন্দরে লাঙ্গলবন্দের হিন্দুরধর্মাবলম্বীদের ললিত সাধুর আশ্রমকে ঘিরে মাদক ব্যবসার আখড়া বানিয়ে ফেলেছে পাশা মনির। পাশা মনিররের ভয়ে নিরহ মানুষ মূখ খুলতে পারে না।

সে একটি সিন্ডিকেটের প্রভাব খাটিয়ে অবাধে ফেন্সিডিল, ইয়াবা,গাজাসহ নানা প্রকারের অবৈধ কারবারি করে যাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,পাশা মনির ওরেফে হীরঞ্চী মনির এর রমরমা মাদক ব্যবসায় কেউ কিছু বলতে গেলে রাতের আধারে ওত পেতে থাকে সেই সাধারণ পরিবারের মানুষকে ক্ষতি করার জন্য এবং রাতের পর রাত হিন্দুপাড়া মহজুমপুর ও নদীরপার গ্রামে মহড়া দিয়ে থাকে।

এই পাশা মনিরের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখ্য যোগ্য মামলা গুলো হলো মাদক,ছিনতাই, চুরি,এবং ২৬ বছর পূর্বে নন্দনকানন চিড়াইপাড়া কলোনির বাসিন্দা জাকির হত্যা মামলার ২ নং আসামি। তাছাড়া খুন গুম সব কিছুতেই এই পাশা মনির ওতপ্রতভাবে জড়িত। আবার এদিকে লোক সমাজে বলে বেড়ায় মামলা মোকদ্দমা জেল হাজত তার কাছে কোনো বিষয় না। সে প্রতিনিয়ত নদী পথে নৌকা দিয়ে ইমানাকান্দীর ভিতর দিয়ে প্রবেশ করে সোনারগাঁওয়ে বিভিন্ন স্পটে মাদক পাচার করে আসছে। উক্ত এলাকার মানুষ এ থেকে মুক্তি চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close