সারাদেশ

জীবননগর মানবিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নাঈমুর রহমান খান, চুয়াডাঙ্গা: ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে আগলে ধরে জীবননগর মানবিক সংগঠন এর পক্ষ থেকে গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত গরিব, দুঃখী, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে জীবননগর মানবিক সংগঠনের সদস্যরা মানবিক ভালোবাসার উপহার হিসেবে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

জীবননগর মানবিক সংগঠনের শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম, মানবিক সংগঠনের সদস্য রাকিম হোসেন, সোহাগ হোসেন, নজরুল ইসলাম, সাংবাদিক এম আর নয়ন, সাংবাদিক রাসেল হোসেন মুন্না, সাংবাদিক এম এইচ সম্রাট, সাংবাদিক আব্দুল্লাহ, ডি এম মাহবুব, জিয়াউর রহমান, আলীপুর গ্রামের মানবিক যোদ্ধা রেজাউল ইসলাম প্রমূখ।

শীতবস্ত্র বিতরণ কালে জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে আগলে ধরে জীবননগর মানবিক সংগঠনের যাত্রা শুরু থেকে গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের জন্য মানবিক কিছু করার প্রত্যাশায় আমাদের পথ চলা শুরু করেছিলাম।
সমাজের সকল বিত্তবান মানবিক মানুষ গুলো যদি আমাদের জীবননগর মানবিক সংগঠনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তা হলে আমরা এই সমাজের জন্য আরো ভালো কিছু করতে পারবো বলে আশা রাখি।

জীবননগর মানবিক সংগঠনের শীতবস্ত্র বিতরণে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, জীবননগর মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা জেমস অলক চৌধুরী, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা ডাঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, মিসেস এইচ এম হাকিম,জীবননগরের প্রথম শ্রেনীর ঠিকাদার জাহিদুল ইসলাম, আইকন কোচিং সেন্টারের পরিচালক সাংবাদিক মহিবুল ইসলাম মুকুল প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close