খেলাধুলাজাতীয়

আগামীকাল বাংলাদেশসহ ১৫টি দেশে প্রচারিত হবে বিপিএল

আগামীকাল  শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)  টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্ট নবম আসরের শিরোপার জন্য  লড়াই করবে  সাতটি দল।
টুর্নামেন্ট নিয়ে কিছু বিতর্ক থাকলেও এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আয়োজকরা।
টিভি চ্যানেলের পাশাপাশি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশসহ মোট ১৫টি দেশে দেখা যাবে এবারের  আসরটি। বাংলাদেশে নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।  দেখাবে ভারতের ডিসকভারি টিভি চ্যানেল । একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাসে খেলা দেখা যাবে।
শ্রীলংকার ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে সরাসরি সম্প্রচার করবে বিপিএল। নেপাল এবং মালদ্বীপে ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম twentyseventhsports.com ​​​​​​​ , পাকিস্তানে জিও টিভি এবং পিটিভি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ইএসপিএন, ইউএই, কাতার এবং ওমানে সিনেব্লিটজ আইএম এইচডি, ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টস ম্যাক্স টিভি, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, আফ্রিকার ক্রিকেট ভক্তরা ওটিটি প্ল্যাটফর্ম এবং আইসিসি টিভিতে বিপিএল দেখতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close