জাতীয়নারায়ণগঞ্জরাজনীতি
গিয়াস-খোকনের নেতৃত্বে গণমিছিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি
রাজধানীর ঢাকার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণমিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ থেকে অংশ নিয়েছে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে সকলে ঢাকার ওই গণ সমাবেশে অংশ নেয়।
শুক্রবার (৩০ডিসেম্বর) দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগসহ ১০দফা দাবি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এই গণমিছিল কর্মসূচির আয়োজন করেন বিএনপি।
পরে দুপুর দুইটায় দিকে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মূল মিছিলে অংশগ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, বর্তমান সভানেত্রী রহিমা শরীফ মায়াসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।