খেলাধুলা
সিডনি টেস্টে স্টিভেন স্মিথের বিরুদ্ধে উইকেট নষ্ট করার অভিযোগ
আবারো অভিযোগের তীর গেলো স্টিভেন স্মিথের দিকে। সদ্য শেষ হওয়া সিডনি টেস্টে উইকেট নষ্ট করার অভিযোগ তার বিরুদ্ধে।
ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার এই টেস্টের পঞ্চম দিন পানিপানের সময় এিই ঘটনা ঘটে। রিশাভ পন্থ পানীয় নিতে গেলে পিচের উপর আসেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তারপর পা দিয়ে ঘষে তুলে দেন পন্থের ক্রিস মার্কস। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন, আধুনিক ক্রিকেট প্রযুক্তি নির্ভর। এখন চুরি করে পার পাওয়া সহজ নয়।
এই কাণ্ড ধরা পড়ল ক্যামেরায়। আর স্টাম্প ক্যামেরায় তোলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগল না।