আন্তর্জাতিকখেলাধুলা

ম্যাচ শেষে ছবি নিয়ে সম্মান প্রদর্শন, ব্রাজিল দলকে ধন্যবাদ জানিয়েছেন পেলে

গত শনিবার (৩ ডিসেম্বর) ফুটবলের রাজা পেলের স্বাস্থ্য অবনতির খবর রটে। তবে ওই দিনই পেলে ইনস্টাগ্রামে জানান, আশঙ্কার কারণ নেই, অনেকটা সুস্থ বোধ করছেন তিনি। এর দুই দিন পর সোমবার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ খেলতে নামে ব্রাজিল। ম্যাচটি হাসপাতাল থেকে টিভিতে দেখবেন বলে জানিয়েছিলেন পেলে।

ম্যাচ শেষে পেলে তার পরিবারের সদস্যদের মাধ্যমে ব্রাজিল দলে একটি বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যম গ্লোবো। বার্তায় পেলে বলেছেন, এখনকার অনুভূতি একটি খুশি এবং স্বস্তির সংমিশ্রণ। তারা আমার দিনটিকে খুবই আনন্দময় করে তুলেছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও পাকেতা। ম্যাচের প্রথমার্ধেই আসে ব্রাজিলের সবকটি গোল। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে দারুণ এক গোল করে দক্ষিণ কোরিয়া। আগামী শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close