সারাদেশ
ভৈরবে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
মোঃ রাফি তালুকদার ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রাখে সারা দেশের মতো কিশোরগঞ্জের ভৈরবে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে
ভৈরব থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
একই স্থানে এসে র্যালীটি শেষ হয়।এর আগে
ভৈরব থানা চত্বরে রঙের রঙের বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি জুলহাস হোসেন সৌরভ,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম মোল্লা,ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, ভৈরব শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ, ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: শ্যামল মিয়া প্রমুখ।
পরে সেখানে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম মোল্লা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।