এ সময় তাদের কাছ থেকে ৪টি মিশুক অটো উদ্ধার করে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
(১৮অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার মৃত রাজ রাজকুমার পালের ছেলে রাজিব চন্দ্রপাল (৩৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মো. হান্নান ভুঁইয়ার ছেলে মো. জনি ভুঁইয়া (২৫)।
পুলিশ জানায়, কিছু সংখ্যক অটোরিকশা চোর চক্রের সদস্যরা সিদ্ধিরগঞ্জের এসও বাসস্ট্যান্ড এলাকায় চুরি করা একটি সবুজ রঙের অটো গাড়ি কেনা-বেচা করা কালীন সময় গোপন সূত্রে তারা খবর পান।খবর পাওয়ার সাথে সাথে রাত ২ টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( ‘ক’ সার্কেল) নাজমুল হাসান ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান পিপিএম বারসহ একটি ফোর্স ঘটনাস্থলে গেলে চোরচক্র পালানোর চেষ্টা কালে রাজিব চন্দ্র পাল (৩৫) কে হাতেনাতে আটক করে।
পুলিশ আরও জানায়, আটককৃত সজিব চন্দ্র পাল কে জিজ্ঞাসাবাদে তার দেওয়া ঠিকানা অনুসারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসাবো বাজার জনি ভুঁইয়ার গ্যারেজ থেকে আরও তিনটি অটো গাড়ি উদ্ধার করেন তারা। চুরির কাজে জড়িত থাকায় গ্যারেজ মালিক মোঃ জনি ভুঁইয়া (২৫) কেও আটক করে তারা। তাদের প্রাথমিক জিজ্ঞেসা বাধে জানা যায় তারা সহ ৪/৫ জন অটোগাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য।
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরি করে নারায়ণগঞ্জ জেলা ও আশ পাশের জেলায় বিক্রি করেন তারা। জড়িত থাকা বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে বলে জানান পুলিশ।