নারায়ণগঞ্জরুপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাব বাজারে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এ. এম ইশমামের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। রূপগঞ্জ (ভুমি) অফিসের সার্ভেয়ার জামাল উদ্দিন প্জানান, উপজেলার কাঞ্চন-ডাঙ্গা সড়কে ভোলাব বাজারে প্রভাবশালীর অবৈধ স্থাপনা গড়ে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করছেন। কাঞ্চন-ডাঙ্গা সড়কের উভয় পাশেও অবৈধ স্থাপনা গড়ে দখলে নিয়েছে দখলকারীরা। ফলে এই সড়কে প্রায় সময়ই যানজট লেগে থাকায় ভোগান্তির শিকার হয় পথচারীরা।
জেলা প্রশাসকের নির্দেশক্রমে ম্যাজিস্ট্রেট এ. এম ইশমামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছোট বড় সব মিলিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা বুলড্রোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, সার্ভেয়ার জামাল উদ্দিন, ভোলাব ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কামরুল হাসানসহ ২৫ জন পুলিশ সদস্য।
এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান সার্ভেয়ার জামাল উদ্দিন।