নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মেম্বার, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখা মালিক সমিতির সহ-সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়ের আলম হীরা, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো: ওবায়েদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা আ: হামিদ, মো: ফোরকান উদ্দিন, আব্দুস সোবহান, মো: আইনুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সাগর, সদস্য প্লাবন, নাসিক ১নং ওয়ার্ড সভাপতি রহমত উল্লাহ লগ্ন, রবিন, মো: শামীম, মিজান, নুর হোসেন, হাসান, ইফতি, রোহান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।