খুলনা বিভাগজাতীয়সারাদেশ

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে নড়াইলে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

নড়াইল জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭০জন হতদরিদ্রকে ৭০টি ছাগল বিতরণ করেন।  এ সময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close