ধর্মসিলেট বিভাগ
ফিতরা সম্পর্কে জালালাবাদ ইমাম সমিতির সভা অনুষ্ঠিত
সিলেট অঞ্চলের ফিতরার পরিমাণ নির্ধারণ সম্পর্কে গত ১৩ এপ্রিল ২২ইং বুধবার বাদ তারাবীহ সমিতির অস্থায়ী কার্যালয় জামেয়া ভার্থখলায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন বাজার ও মার্কেটে ফিতরার পণ্য সমূহের বাজার ধর অনুসন্ধান করে সিলেট অঞ্চলের ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট অঞ্চলের ফিতরা নির্ধারণ করা হয় আটা ১কেজি ৬৩৫ গ্রামের মূল্য ৭৫ টাকা, খেজুর ৩ কেজি ২৭০ গ্রামের মূল্য ৮২০ টাকা, কিসমিস ৩ কেজি ২৭০ গ্রামের মূল্য ১৩১০ টাকা। অবশ্য সতর্কতার জন্য প্রত্যেকটি পণ্যের মূল্য এক দু’ টাকা বেশি ধরা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবদুস সোবহান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ জৈন্তাপুরী, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মুনিব, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, কতোয়ালি পুর্ব শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দীন আনছারী, প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, বিমান বন্দর থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী ইমাম উদ্দিন, জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মাহফুজ আহমদ, দক্ষিণ সুরমা থানা শাখার সহ-সভাপতি ও ২৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা রাশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মর্তুজা আলী প্রমুখ।