অপরাধআড়াইহাজারনারায়ণগঞ্জ
আড়াইহজারে অবৈধ বাবু উত্তোলন, অভিযানে ৪ ড্রেজার জব্দ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার।
বুধবার ৭ ডিসেম্বর বিকালে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান শুরু হয় বিকাল ৪টায়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানের সময় বড় বড় ৪টি ড্রেজার জব্দ করা হয়। এই সময় শত শত গ্রামবাসী আদালতের অভিযানকে সমর্থন জানান।
জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ফসলী জমি কেটে মাটি বিক্রি করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি
লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নির্দেশে বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৪টি ড্রেজার জব্দ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় অবৈব ভাবে বালু বিক্রি।