জাতীয়সারাদেশ

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন ঘটনাস্থলে ও গুরুতর আহত আরও তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, সিএনজি অটোরিকশার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন ব্যাপারীর ছেলে হানিফ ব্যাপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের মেয়ে নূপুর আক্তার (১৮), সিএনজি অটোরিকশার চালক ও পথচারী (৭০) এক বৃদ্ধা। তাঁদের দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এই দুর্ঘটনায় আরও দুযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন, জান্নাত আক্তার পপি এবং অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পথচারী, গাড়ির চালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। বড়দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় চারজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close