খেলাধুলাজাতীয়

টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে সিলেটকে হারানো দলটি মঙ্গলবার সাকিব-গেইলদের বরিশালকে ৬৩ রানে হারায়।

দুই ম্যাচে কুমিল্লার সংগ্রহ ৪ পয়েন্ট। তিন ম্যাচে কুমিল্লার সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে চট্টগ্রাম।

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় বরিশাল। ঢাকার পর এবার কুমিল্লার বিপক্ষে হারল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের অষ্টম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয় ও করিম জানাতের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কুমিল্লা। তরুণ ওপেনার মাহমুদুল হাসান ৩৫ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান আফগান পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত। তার ১৬ বলে এক চার ও তিন ছক্কায় গড়া ২৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৮ রান তুলে দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লা। বরিশালের হয়ে ৩ উইকেট নেন ডুয়াইন ব্রাভো। ২ উইকেট নেন সাকিব আল হাসান।

টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৯৫ রানে অলআউট হয় বরিশাল। দলের হয়ে ৪৭ বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন নাহিদুল ইসলাম। দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও করিম জানাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close