সারাদেশ

ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক রিক্সা চালকের মৃত্যু

রাফি তালুকদার ঃ ভৈরবে ট্রেনে কাটা পড়ে রাজন মিয়া (২৭) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টায় তার লাশ মেঘনা রেলওয়ের সেতু সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে কোন ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে কেউ বলতে পারছেনা। উপজেলার কালিকাপ্রসাদ এলাকার আবদুল হাইয়ের ছেলে নিহত রাজন। আজ দুপুরে তার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগন্জ পাঠানো হয়।নিহত রাজনের মা পহেলা বেগম জানান, তার ছেলের দুজন স্ত্রী ছিল। গত সোমবার প্রথম স্ত্রীর সাথে ঝগড়া করে রাগ করার পর সে নিখোঁজ হয়। পরে আজ তার মৃত্যুর খবর পায়।ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে মেঘনা সেতু সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঠিক কি কারনে কখন কোন ট্রেনের নিচে সে কাটা পড়েছে কেউ বলতে পারছেনা। পরিবার সূত্রে জানা গেছে দাম্পত্য কলহের কারনে সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close