আন্তর্জাতিকবিনোদন

পজিটিভ হওয়ার ৪ দিনের মধ্যেই করোনা মুক্ত হয়েছেন দেব

উর্ধ্বমুখী কোভিড গ্রাফে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতের সাধারণ মানুষের কপালে। তবে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় এবার মৃত্যুর হার অত্যন্ত কম। বাড়িতেই অধিকাংশ মানুষ আইসোলেশনে রয়েছেন। এর মাঝেই সুখবর শোনালেন টলিউড তারকা দেব। কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার ৪ দিনের মধ্যেই তিনি করোনামুক্ত হয়েছেন। করোনাকে জয়ের খবর টুইটারে শেয়ার করেছেন দেব।

রবিবার (০৯ ডিসেম্বর) রাতে দেব লিখেছেন, নেগেটিভ হলেও আপাতত আরও কিছুদিন তিনি আইসোলেশনে থাকবেন। তাছাড়াও ভক্তদের এই পরিস্থিতিতে মাস্ক পরে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতা। টুইট করে তিনি লিখেছেন, আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তবে এক সপ্তাহ না হওয়া পর্যন্ত আইসোলেশনেই থাকব। ভালবাসা এবং শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ। মাস্ক পরুন। এটাই লড়াইয়ের একমাত্র পথ। যত্ন নিন।’

এর আগে, গত ৫ জানুয়ারি দেব জানিয়েছিলেন তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই ঘরবন্দি তিনি। একইসঙ্গে তার বান্ধবী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও দ্বিতীয়বার করোনা আক্রান্ত। দুইজনই সেই সময় থেকে নিভৃতবাসে থাকতে শুরু করেন। দেব নেগেটিভ হলেও রুক্মিণীর রিপোর্ট এখনও পর্যন্ত জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close