নারায়ণগঞ্জবন্দর

বন্দরে আধুনিক খাদ্য সংরক্ষণাগারের নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

নারায়ণগঞ্জের বন্দরে ৪৮ হাজার মেট্রিকটন ধারন ক্ষমতা সম্পন্ন আধুনিক খাদ্য সংরক্ষণাগারের নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলায় একরামপুর সিএসডি প্রাঙ্গনে খাদ্য সংরক্ষণাগারের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মানসম্মত ভেজাল মুক্ত খাদ্য যেন আমরা খেতে পারি সেই দিকে সচেতন হতে হবে। কেউ যেন পঁচাবাসি ভেজাল খাবার বিক্রি করতে না পারে। নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে যেমন আইন রয়েছে, তেমনে জেলায় জেলায় অফিস রয়েছে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী  বীরপ্রতীক, খাদ্য মন্ত্রণালয়  সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, র‌্যাব-১১ অধিনাক সিও ল্যাফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ সহ প্রকল্প নির্মান কাজের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close