সারাদেশ

ভৈরবে ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু

কিশোরগঞ্জ জেলার বন্দর নগরী ভৈরব উপজেলায় ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আজ থেকে আনুষ্ঠিক ভাবে শুরু হবে। দেবীদুর্গা কৈলাস থেকে ঘোড়ায় করে সুখ সমৃদ্ধি নিয়ে আসছেন মর্তলোকে এবং দেবী যাবেন দৌলায় চড়ে

রাফি তালুকদার,বজ্রধ্বনিঃ সোমবার ১১ অক্টোবর ষষ্ঠীপূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। পুরোদমে চলছে উৎসবের প্রস্ততি। ইতিমধ্যে প্রতিমা, লাইট ও প্যান্ডেল তৈরিসহ সাজসজ্জাকরণের কাজ শেষ করেছে প্রতিমাশিল্পীরা। পূজায় স্বাস্থ্যবিধি রক্ষায় সজাগ থাকা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটির সদস্যরা। পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর উপজেলা ও পুলিশ প্রশাসন। আজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলায় ২০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রতি বছর সার্বজনীন এই উৎসব উদযাপন হয়ে থাকে বর্ণিল আয়োজনে। উপজেলার আকাশে-বাতাসে পূজার গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে। ইতিমধ্যে গতরাতেই প্রতিমা শিল্পীরা করছে দেবী দুর্গার বাহন সিংহ, মহিষাসুর, দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ুরের রঙের কাজ। ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জিতেন্দ্র চন্দ্র দাস জানান, এ বছর ২০টি মন্দির ও মণ্ডপে পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে গতকাল রাতেই। প্রস্তুতি শেষ আজ আনুষ্টানিকতা শুরুর হয়েছে । সুন্দর পরিবেশে অনুষ্ঠান শেষ করতে পারি সে জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সহযোগীতা পেয়েছি।

সামনের দিনগুলোতে আরো পাবো আশা রাখি। পূজা চলাকালীন পুলিশ সার্বক্ষণিক নজরদারি ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন ভৈরব থানা অফিসার্স ইনচার্জ ওসি মো.শাহিন। ভৈরব পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ সার্বক্ষণিক পর্যাবেক্ষন করছেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। তিনি জানান,শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মের মানুষেরা পূজা-অর্চনা করবে এমনটাই প্রত্যাশা সবার কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close