আইন ও অধিকারজেলা/উপজেলানারায়ণগঞ্জসারাদেশসিদ্ধিরগঞ্জ
নাসিকের ৭ নং ওয়ার্ডে জমি দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা
নাসিকের ৭ নং ওয়ার্ডে কদমতলি দক্ষিন পাড়া এলাকায় জমি দখল করতে নাজিমুদ্দিন স্বপ্নের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে জসিম উদ্দিন জসিম ও তাঁর পুত্র চঞ্চল।
স্থানীয় সূত্রে জানা যায় কদমতলি দক্ষিণ পাড়া নিবাসী জহিরুল ইসলাম ও আহত স্বপনের জমি জবর দখল করার চেষ্টা করে একি এলাকার জসিম ও তাঁর পুত্র চঞ্চল। এই বিষয়ে জহির ও স্বপন এলাকার সামাজিক কমিটিকে নালিশ করলে কমিটি যাচাই করে দখলকৃত যায়গা ছেড়ে দিতে হবে বলে জসিমকে জানায়। এতে জসিম ক্ষুব্দ হয়ে ,সামাজিক কমিটি চলে যাওয়ার পর তাঁর ছেলে চঞ্চলকে নিয়ে স্বপনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় আহত হয়ে স্বপন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি আছেন । এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।স্থানীয়দের মতে জসিমের নামে আগেও ডাকাতি সহ বেশ কিছু মামলা রয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ থানা থেকে এই ব্যাপারে এখনো নিশ্চিত করা হয়নি।