বিজ্ঞান

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা নিয়ে বাজারে অপোর নতুন স্মার্টফোন

দেশের বাজারে ‘রেনো সিরিজের’ ক্যামেরা সেন্ট্রিক নতুন স্মার্টফোন ‘রেনো৫’ উন্মোচন করেছে অপো। এক অনলাইন ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে ডিভাইসটি বাজারে ছাড়া হয়। ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৫ হাজার ৯৯০ টাকা।

অপো রেনো৫ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মিক্সড পোর্ট্রেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড। রিয়ার ক্যামেরায় ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি মনো লেন্স আছে। ডিভাইসটির ক্রিস্টাল ক্লিয়ার ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীদের সেলফি তোলার অভিজ্ঞতা হবে আরো অনন্য।

অপোর উন্নত এইচডিআর অ্যালগরিদম, এআই হাইলাইট ভিডিওসহ চমৎকার আলট্রা নাইট ভিডিও অ্যালগরিদম এবং এআই হাইলাইট ভিডিও নিজে থেকে উজ্জ্বলতা ও ডিটেইলসের ভিডিও করতে সাহায্য করবে।

৮ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট সংবলিত ৮ গিগাবাইট র‍্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি কালারওএস ১১.১ চালিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close