সারাদেশ

জয়পুরহাটে নদী খননে মিলল ১১৪ কেজি ওজনের মূর্তি

জয়পুরহাটে নদী খননের সময় পাওয়া গেলো ১১৪ কেজি ওজনের একটি পাথরের মূর্তি। বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া যায় এই মূর্তিটি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন জানান, পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদীতে খননকাজ চলাকালীন সময়ে আজ বৃহস্পতিবার সকালে নদীর তলদেশ থেকে মূর্তিটি পাওয়া যায়।

আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানালে পরে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। কালো পাথরের মূর্তিটির ওজন ১১৪ কেজি। তবে এটি কত পুরাতন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক কার্যালয়কে মূর্তি পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। ওই এলাকা খনন করা যায় কি না, তা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।

এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি কালো পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। ওই দুটি মূর্তিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close