জাতীয়

শেয়ারবাজারে সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির নির্দেশ শেখ হাসিনার

শেয়ারবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভূক্ত করতে অর্থবিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্র জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। এসময়, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিজের নাম থাকায় উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের বলেছেন, তার নাম ব্যবহার করে আর যেনো প্রকল্প না নেয়া হয়।

বৃহস্পতিবার (৯ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পিরোজপুর ও ঝালকাঠি জেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন, বরিশাল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সংশোধিত প্রকল্প এবং শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়- খুলনাসহ ১০টি প্রকল্পে পাঁচ হাজার ৫৬৩ কোটি টাকা অনুমোদন দেয়া হয়।

এসময় প্রকল্পে নিজের নাম ব্যবহার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানান পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার।
পরিকল্পনা সচিব জানান, অল্প টাকার জন্য আটকে থাকা ৩৩৪টি প্রকল্প শেষ হচ্ছে জুনেই। আর সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ারবাজারে তালিকাভুক্তির নির্দেশ দেন।

নদীতে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে উচ্চতা ও স্রোতে বাধাগ্রস্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close