জাতীয়নারায়ণগঞ্জমতামতরাজনীতিরুপগঞ্জ

শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক ভূমিকা রেখে আসছে: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের আম‌লেই হয়েছে। অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌নে কোন কাজ হয় নি।

রূপগঞ্জ উপ‌জেলার মা‌ঝিনা এলাকায় আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার নব‌নি‌র্মিত চারতলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্প‌তিবার (২০ অক্টোবর) দুপু‌রে এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও ব‌লেন, “আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষা নীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্র‌তি‌টি স্কুল, ক‌লেজ, মাদরাসায় নতুন নতুন ভবন হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষা‌কে ভা‌লোবা‌সেন। এজনই তিনি শিক্ষার প্র‌তি এ‌তো গুরুত্ব দি‌য়ে‌ছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

মন্ত্রী ব‌লেন, “রূপগ‌ঞ্জের কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের মানুষ আগে নৌকায় চলাচল কর‌তো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নে এ‌কের পর এক রাস্তা হ‌য়ে‌ছে; ব্রীজ, কালভাট নির্মান হ‌য়ে‌ছে। এখন আর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের জনগন‌কে নৌকা যো‌গে চলাচল কর‌তে হয় না, গাড়ী‌তে চলাচল কর‌তে পা‌রে। এটাই হ‌চ্ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়ন।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল ম‌জিদ মোল্লা, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হো‌সেন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close