অপরাধআইন ও অধিকারনারায়ণগঞ্জফতুল্লা

বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে সন্তানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নারায়ণগঞ্জে এক বৃদ্ধাকে মারধর ও নির্যাতন করার অভিযোগে তারই সন্তানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এ নির্দেশ দেন। ফতুল্লা থানা পুলিশকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে আসামীকে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত।

মামলা এজহারে সুত্রে জানা যায়, মামুন একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার মা ও পরিবারের লোকজনকে নির্যাতন করে। এছাড়া বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়। ভুক্তভোগী মানুষ মামুনের প্রতারণা বিচার তার পরিবারের কাছে দিলে একাধিক সালিশ করলে টাকা পয়সা পরিশোধ করে মামুনকে ছাড়িয়ে নিয়ে আসে। কিম্ত এভাবে মাদক গ্রহণ ও প্রতারণার কারনে এক সময় পরিবার থেকে আলাদা হয়ে পাশ্ববর্তী ফতুল্লার কুতুবপুর ওয়াবদারপুল এলাকায় বসবাস শুরু করে মামুন। কিন্ত মাদকের টাকার জন্য প্রায়ই নুরজাহানের বসতবাড়িতে গিয়ে হামলা ভাংচুর করে। সর্বশেষ গত ৫ জুলাই বাসায় ঢুকে বৃদ্ধা মা নুরজাহানকে বেদম মারধর করে এবং ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এদিকে, মামুনের বিরুদ্ধে হামলা ভাংচুরের অভিযোগে তার আরেক ভাই নুর মোহাম্মদ সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close