নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জুয়েল-মহসিন প্যানেলের জয়

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদে মধ্যে ১৬টি পদেই জয় লাভ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। শুধুমাত্র একটি কার্যকরী সদস্য পদে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বিজয়ী হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত বারোটার দিকে নির্বাচন কমিশনার এড. সামসুল ইসলাম ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৫১ জন। ভোট কাস্ট হয়েছে ১০৮২টি, অনুপস্থিত ছিলেন ৬৯জন।

নির্বাচনে বিজয়ীদের মধ্যে সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৭৮৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৩৫ ভোট, সহ- সভাপতি পদে এড. রবিউল আমিন রনি পেয়েছেন ৭৩৪ ভোট, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া পেয়েছেন ৭৩৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন পেয়েছেন ৬০৬ ভোট , কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া পেয়েছেন ৬৩৭ ভোট , আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস পেয়েছেন ৬৬৫ ভোট , লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন পেয়েছেন ৫৮৬ ভোট , ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান পড়েছেন ৫৫১ ভোট , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি পেয়েছেন ৬৪৩ ভোট , সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৬০৭ ভোট এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান পেয়েছেন ৬৪৬ ভোট।

এছাড়াও কার্যকরী সদস্য পদে এড. নারায়ণ চন্দ্র সাহা পেয়েছেন ৫৮৬ ভোট , এড. হালিমা আক্তার পেয়েছেন ৫৪৫ ভোট, এড. আলী আকবর পেয়েছেন ৬৭৯ ভোট , এড. নুরী নাজমুল আমিন ৫২০ পেয়েছেন ভোট । আর বিএনপি প্যানেলের এড. আদনান মোল্লা ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এবার, নির্বাচনের জন্যে ৪ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়েছিলো।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম এবং এড. মেরিনা বেগম। আপীল বোর্ডে দায়িত্ব পালন করেছেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close