অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. জাহাঙ্গীরকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররকৃত জাহাঙ্গীর ওই এলাকার মো. নায়েব আলীর ছেলে।
র্যাব-১১ জানায়, তাদের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। সেই সংবাদ প্রাপ্তির পর ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।