আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার জরুরী সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়া রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে এ জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক’র সভাপতিত্বে ও-ই জরুরী সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে “আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ” ঘোষণা করা হয়। সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজু, আহবায়ক কবি ফরিদুল মাইয়ান, যুগ্ম আহবায়ক কবি মোহাম্মদ আল মনির, কবি বাপ্পি সাহা ও সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ’র নাম ঘোষণা করা হয়।
ও-ই সময় উপস্থিত ছিলেন- ফরিদুল মাইয়ান, মোঃ শফিকুল ইসলাম আরজু, এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সোনিয়া দেওয়ান প্রীতি, সাদ্দাম মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদীন জয়, এস. এ. বিপ্লব, ইকবাল হোসেন রোমেছ, মিথুন খান, সাথী আক্তার, আবুল কালাম আজাদ, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ও-ই একই স্থানে আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভার ঘোষণা করা হয়।



