কমলগঞ্জ উপজেলাজেলা/উপজেলাবিভাগরাজনীতিসারাদেশসিলেট বিভাগ

কমলগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর রবের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব শুভেচ্ছা বিনিময় করেছেন কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ২টায় কমলগঞ্জ পেসক্লাব মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া। এ সময় ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের সত্য ও সঠিক লেখনীর মাধ্যমে অগ্রনী ভূমিকা রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। রাজনীতিতে আমাদের মূল অবস্থান হলো ঐক্য গড়াা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সবাইকে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন করতে চাই। সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের এই কান্তিকালে জামায়াতকেই তারা রাষ্ট্র পরিচালিত দায়িত্ব দিতে চাই।
এডভোকেট মোহাম্মদ আব্দুর রব আরো বলেন, যদি জনগণ তাদের নির্বাচিত করে, তাহলে তারা জাতিকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন। জামায়াত দেশের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চায়। নির্বাচিত হলে ইনসাফ এর বাংলাদেশ গড়বেন। তিনি আরো বলেন, কমলগঞ্জ পর্যটন সমৃদ্ধময় জনপদ, পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকার পর্যটন, কৃষি, মেডিকেল কলেজ, শিক্ষা, চিকিৎসা,  বিমানবন্দর চালুসহ সর্বক্ষেত্রে কাজ করবো। একটি দুর্নীতি সমাজ গঠনে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close