
নারায়ণগঞ্জ, ১২ নভেম্বর:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী মামলার এক আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে বৈষম্য বিরোধী মামলার এক আসামিসহ মাদক, চুরি, ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বুধবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



