আইন ও অধিকারঢাকা বিভাগনারায়ণগঞ্জবিভাগরাজনীতিসারাদেশ
১৫ নভেম্বর খতমে নবুওয়ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে নারায়ণগঞ্জে গণমিছিল

আগামী ১৫ নভেম্বর-২০২৫ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর-২০২৫, শুক্রবার বাদ জুমা ডিআইটি মসজিদ চত্বর থেকে এই মিছিল করে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগর শাখা।
মিছিলটি ডিআইটি মসজিদ থেকে শুরু করে খতমে নবুওয়তের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল গনী, মুফতী আব্দুল হান্নান, হাফেজ জাহিদ হাসান, প্রমুখ।
বার্তাপ্রেরক
মুফতী শেখ শাব্বীর আহমাদ
সহ-সাধারণ সম্পাদক
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগর



