Bojrodgoni.com/Labআড়াইহাজারকক্সবাজারকিশোরগঞ্জকুমিল্লাখুলনা বিভাগগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরবিভাগরুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
শ্রীমঙ্গলে পিএফজির উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উৎযাপিত

স্টাফ রিপোর্টার::
“বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি ও মারামারি দূর করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২১শে অক্টোবর) শহরের চৌমুহনা চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ। সভায় প্রধান বক্তা ছিলেন পিএফজির উপদেষ্টা সৈয়দ নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর শামীম আহমেদ, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী,
পিএফজির অ্যাম্বাসেডর এম এ রহীম নোমানী,
টিআইবির সদস্য নিতেষ সূত্রধর, শ্রীমঙ্গল ফারিয়া সভাপতি ও পিএফজির সদস্য দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজলশ্রীমঙ্গলে পিএফজির উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উৎযাপিত
স্টাফ রিপোর্টার::
“বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি ও মারামারি দূর করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২১শে অক্টোবর) শহরের চৌমুহনা চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ। সভায় প্রধান বক্তা ছিলেন পিএফজির উপদেষ্টা সৈয়দ নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর শামীম আহমেদ, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী,
পিএফজির অ্যাম্বাসেডর এম এ রহীম নোমানী,
টিআইবির সদস্য নিতেষ সূত্রধর, শ্রীমঙ্গল ফারিয়া সভাপতি ও পিএফজির সদস্য দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল কান্তি দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক ঝলক দত্ত, পিএফজির সাবেক অ্যাম্বাসেডর ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহিলা পরিচালক কাজী আছমা, শিক্ষক আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, পিএফজির অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীলতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কান্তি দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক ঝলক দত্ত, পিএফজির সাবেক অ্যাম্বাসেডর ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহিলা পরিচালক কাজী আছমা, শিক্ষক আবুল কাশেম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, পিএফজির অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীলতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।