অপরাধআইন ও অধিকাররাজনীতি

আওয়ামী লীগ থেকে মুখোশ বদলে বিএনপিতে, ৫ জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের রাজনীতি থেকে মুখোশ বদলে বিএনপি পরিচয়ে সক্রিয় হওয়া পাঁচজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পল্লবীর বিএনপি শ্রমিক দলের এক নেতা। অভিযুক্তরা হলেন—সেলিম সেনা (৩৭), মো. সজিব আহম্মেদ তাসকিন (৩৫), সজিব (৩৪), আতি বক্স (৪৪) ও রাজিব (৩৮)।

পল্লবী থানা শ্রমিক দলের ২নং ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া লিখিত আবেদনে এই অভিযোগ করেন।

অভিযোগে জাকির হোসেন উল্লেখ করেন, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে পতনের পর তারা রাজনৈতিক পরিচয় পাল্টে নিজেদের বিএনপি নেতা দাবি করতে শুরু করেন।

জাকিরের দাবি, অভিযুক্তরা বিগত সময়ে তার বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে নির্মূলের চেষ্টা করেছে। এমনকি তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যার প্রমাণপত্র তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন।

বর্তমানে এই ব্যক্তিরা আবারও তার বিরুদ্ধে সক্রিয় হয়ে নানাভাবে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্য হলো—তিনি যাতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারেন।

আইনগত পদক্ষেপের অনুরোধ
জাকির হোসেন তার ও পরিবারের নিরাপত্তার স্বার্থে আইজিপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের কার্যকলাপের সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close