অপরাধচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাসী নাজের গ্রেফতার, শাস্তি চায় এলাকাবাসী

২১ জুলাই ২০২৫, চট্টগ্রামের মধ্যম হালিশহরের ৩৮ নং ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী মোঃ নাজের পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উওর জেলার সদস্য সচিব প্রকৌশলী জাহিদুল আলম আল জাহিদের উপর হত্যার উদ্দেশ্য হামলা ও জখমের প্রমানসহ অভিযোগ রয়েছে। বিগত সময়ে আওয়ামী এমপির লাঠিয়াল বাহিনীর নেতৃত্বে ছিলেন এই নাজের।
তার বিরুদ্ধে নিজ ভাই-বোনদের পৈত্রিক সম্পত্তি জোর-জবরদস্তি দখলের অভিযোগ রয়েছে। এবিষয়ে তার আপন ভাই চট্টগ্রামের বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মোঃ নাজের (৫২) এর ভাই মোঃ আনসার (৪৭) জানান, তিনি ইয়ংওয়ান গার্মেন্টসে চাকরি করেন। তার আপন ভাই নাজের অজ্ঞাতনামা আরও ৩-৪ জনসহ মোঃ আনসার এবং অন্যান্য ভাই-বোনদের পৈত্রিক সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। তাদের যৌথ মালিকানাধীন ঘর একা দখল করে আছে এবং ঘরের ভাড়া চাইতে গেলে তাদেরকে দেখে নেবে বলে হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে মোঃ আনসারের স্ত্রী এবং তার অপর ভাইয়ের স্ত্রী মোহাম্মদ নেয়াজের কাছে গেলে ১৫/০৬/২০২৫ বিকাল ৫.৫০ ঘটিকায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করার জন্য তেড়ে আসে। এবং মোঃ আনসার কে হত্যার হুমকি দেয় মোঃ নাজের।
প্রাণনাশের হুমকি পাওয়ার পর মোহাম্মদ আনসার আইনের আশ্রয় নিতে বাধ্য হন। তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরো প্রেক্ষিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী মোঃ নাজেরকে গ্রেফতার করা হয়।
এদিকে সন্ত্রাসী গ্রেফতারের খবরে এলাকাবাসী তার সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে। তারা বলেন দীর্ঘদিন এই আওয়ামী সন্ত্রাসী মানুষের উপর জুলুম করেছে। মানুষের সম্পদ জোর করে ভোগ -দখল করেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের তার উদ্দেশ্যে হামলা করেছে, চাঁদাবাজি ও লুটপাট করেছে। আমরা তার কঠিন শাস্তি দেখতে চাই।