নারায়ণগঞ্জ সদর

কুতুবপুর ইউনিয়নে গণসংহতি আন্দোলনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

 

আজ ১৩ই মার্চ, বৃহস্পতিবার, বিকাল ৫টায় গণসংহতি আন্দোলন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমিটির আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, ফতুল্লা থানার আহ্বায়ক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, দলের কুতুবপুর ৯নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন, সদস্য সচিব নয়ন দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তরিকুল সুজন বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিলোপ ঘটলেও মানুষ খুব বেশি স্বস্তিতে নেই। দেশজুড়ে যে পরিমাণ নারী নিপীড়ন, ছিনতাই, রাহাজানি, হত্যার ঘটনা ঘটছে তাতে মানুষের জীবনের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত শক্ত হাতে এসকলকিছুর বিরুদ্ধে অবস্থান নেয়া। হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানের উপর তারা সরকার পরিচালনা করছে। তাদের কোনভাবেই ব্যর্থ হওয়া চলবে না। সাথেসাথে গণঅভ্যুত্থানের শহীদের যথাযথ মর্যাদা এবং আহতদের সুচিকিৎসার বিষয়ে তাদের যে উদাসীনতা আমরা লক্ষ্য করছি এর থেকে বেরিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পরিচালিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নারায়ণগঞ্জ জেলার অবদান অনস্বীকার্য। জাতীয় জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান ৭.৮৪ %। এই বিপুল অবদান রাখা সত্ত্বেও যখন নারায়ণগঞ্জ বি ক্যাটাগরি জেলার মর্যাদা পায় তখন আমরা বুঝতে পারি, নারায়ণগঞ্জ অবহেলিত। অনতিবিলম্বে নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরি জেলার মর্যাদা দিতে হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close