অপরাধবন্দর

বন্দরে আ.লীগের লিফলেট বিতরণ কালে ৪জন গ্রেপ্তার, রিমান্ড চেয়ে আদলতে প্রেরণ

বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

আটককৃতরা হলো, বন্দর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি নেতা জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম ও ফারুক প্রধান।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানায়, অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুইদিন বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দায় লিফলেট বিতরণের চেষ্টা করেন তারা। কর্মসূচির শেষ দিনে নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন জামান মিয়া, সাইদুলসহ অন্য নেতাকর্মীরা। কর্মসূচি পালনের একটি ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। এরপর তাদের দুজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের বিস্ফোরণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close