নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি
ভোট বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোট বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বঙ্গবন্ধু সড়কের, কালির বাজার থেকে ২ নম্বর রেলগেট হয়ে উকিলপাড়া সড়ক ঘুরে আলম খান লেন ঘুরে ওই লিফলেট বিতরণ করেন।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ নেতাকর্মীরা।