ঢাকা

শব্দ দূষণ বিরোধী স্কুল মুভমেন্ট সফলভাবে আয়োজন করল ইয়ুথ অ্যাকশন ফর ডেভেলপমেন্ট

ইয়ুথ অ্যাকশন ফর ডেভেলপমেন্ট, গ্লোবাল প্ল্যাটর্ফম বাংলাদেশ-এর সহায়তায় শব্দ দূষণ প্রতিরোধে একটি গুরুত্বর্পূণ পদক্ষপে গ্রহণ করছে। আজ সাতমসজিদ মডলে স্কুলে শব্দ দূষণ বিরোধী একটি স্কুল মুভমেন্ট আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে “শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬” সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করা, শব্দ দূষণের কারণ ও ক্ষতিকর দিক সর্ম্পকে জানানো এবং ব্যক্তিগত ও সামাজিক র্পযায়ে শব্দ দূষণ প্রতিরোধের আহ্বান জানানো হয়।

“মেক নয়েজ, রেইজ ভয়েজ টু প্রিভেন্ট সাউন্ড পলিউশন” থিম নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে শিক্ষার্থীরা শব্দ দূষণ কিভাবে আমাদের জীবন ও পরিবেশের ওপর ক্ষতকির প্রভাব ফেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তারা কীভাবে নিজেদের চারপাশে শব্দ দূষণ প্রতিরোধে সচতন ভূমিকা রাখতে পারে সে বিষয়েও উৎসাহিত হন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান র্অজন সাতমসজিদ মডলে স্কুলের প্রধান শিক্ষকের অঙ্গীকার। তিনি প্রতিশ্রুতি যে তিনি নিজে এবং তার প্রতিষ্ঠান শব্দ দূষণ সৃষ্টিকারী কোনো র্কাযক্রমে অংশগ্রহণ করবে না। পাশাপাশি, তিনি তার ভবিষ্যতের প্রতিটি বক্তব্যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সর্ম্পকে আলোচনা করবেন এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন।

ক্যাম্পেইনের প্রধান সাফল্য:
সচেতনতা বৃদ্ধি: শিক্ষার্থীদের “শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬” সর্ম্পকে অবহিত করা এবং শব্দ দূষণ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্ধুদ্ধ করা।

সামাজিক প্রভাব: শিক্ষার্থী এবং স্কুলের অংশগ্রহণরে মাধ্যমে বৃহত্তর সমাজে সচেতনতার র্বাতা পৌঁছে দেওয়া।

প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি: স্কুলের প্রধান শিক্ষকের সরাসরি অঙ্গীকার শব্দ দূষণ প্রতিরোধে ক্যাম্পেইনের সাফল্যের গুরুত্বর্পূণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

উলেলখ্য, ইয়ুথ অ্যাকশন ফর ডেভেলপমেন্ট পরিবেশগত চ্যালেঞ্জ যেমন শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্ম ও সমাজের নেতেৃস্থানীয় ব্যক্তিদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close