নারায়ণগঞ্জ
শেষ হয়নি ভূর্গভস্থ বৈদ্যুতিক লাইনের কাজ, নারায়ণগঞ্জ নগরবাসীর ভোগান্তি
নগরীর সলিমুল্লাহ সড়কে মাটি কেটে ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার সংযোগের কাজ এখনও শেষ হয়নি। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও সড়কটিতে কিছু জায়গায় বৈদ্যুতিক তার টানার কাজ চলমান রয়েছে। এর জন্য সড়কের কিছু অংশে বেষ্টনী দেওয়া হয়েছে। যার ফলে চলাচলের পথ সংকুচিত হয়েছে। বাস, ট্রাক, প্রাইভেট কার, অটোরিক্সা, মোটরসাইকেলসহ সব ধরণের যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছে নগরবাসী।
সোমবার (১১ নভেম্বর) সলিমুল্লাহ সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগে জান্নাত মসজিদের সামনে মাটি কেটে গর্ত করা হয়েছে। গর্তের ভিতর থেকে বৈদ্যুতিক তার সড়কের উপর পড়ে আছে, পাশেই মাটির স্তূপ জমে আছে। এর চারপাশে বেষ্টনী দেয়ায় সড়কের একটি অংশ যান চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে আছে। মিশনপাড়া, ডন চেম্বার হয়ে খানপুর পর্যন্ত দেখা য়ায়, সড়কের পূর্বের কাটা অংশ ভরাট করা হয়েছে। তবে সেই অংশে মাটি সড়কের চেয়ে কিছুটা নিচে। পথচারীদের মধ্যে কেউ কেউ চলার সময়ে হোচট খাচ্ছেন।
সাইফ নামে এক তরুণ জানান, সিদ্ধিরগঞ্জ যেতে প্রতিদিন চাষাড়া থেকে অটোতে উঠি। বাগে জান্নাত মসজিদের সামনে রাস্তাটা ছোট হয়ে আছে। গত মাস থেকেই এমনটা দেখছি। বড় কয়েকটা বাস, প্রাইভেট কার আসলেই এইখানটাতে জ্যাম বাঁধে। অনেক জায়গায় মাটি-বালি দিয়ে গর্ত ভরাট করে দেয়া হয়েছে। এটা করলেই তো হলো না। রাস্তা ভালো করে মেরামত করতে হবে। নইলে ভারী যানের কারণে খানাখন্দ সৃষ্টি হবে। প্রশাসনের উচিত রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।