নারায়ণগঞ্জ
কুমিল্লায় ইয়াবা পাচারকারী গ্রেফতার
মো.রাকিবুল হাসান, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ কৌশলে পেটের ভিতর ইয়াবা রেখে পাচারকালে ০১ জন মাদক ব্যবসায়ী র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার হতে ছেড়ে আসা একটি বাসযোগে ০১ জন মাদক ব্যবসায়ী বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে।
এরই প্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পাকা রাস্তার উপর র্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন বাস তল্লাশী কালে একটি বাস হতে ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বিশেষ কৌশলে তার পেটের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জ এর জরুরী বিভাগে নিয়ে গিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভিতর হতে ৭৭ (সাত্তার) টি কালো পলিথিনের ভিতর সাদা ও কালো রংয়ের স্কসটেপ দ্বারা প্যাঁচানো কালোজাম আকৃতির প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটগুলোর ভেতর হতে সর্বমোট ৩৭৫০ (তিন হাজার সাতশত পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আঃ শুকুর আলী (৩১), পিত-মৃত আলী মিয়া, মাতা-রাশিদা বেগম, সাং- সাতঘরিয়া পাড়া, পোঃ-নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, এ/পি-সমিতি পাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষী ও র্যাব সদস্যদের সম্মুখে আসামী আঃ শুকুর আলী জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে অর্থের লোভে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাবারের সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পেটের ভিতর ঢুকিয়ে কক্সবাজার থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামী আঃ শুকুর আলী অভিনব কৌশলে কলার সাথে ৭৭ টি সাদা ও কালো পাতলা স্কচটেপ দিয়ে মোড়ানো কালোজাম আকৃতির বস্তু (যার ভিতরে সর্বমোট ৩৭৫০ পিস ছিল) খেয়ে পাচারের উদ্দেশ্যে নিজ পেটের ভিতর রেখে ছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।